ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের জেলা কমিটি গঠন ও সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ জেলা কমিটির সাংবাদিক সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে  এনসিটিএফ  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন ঘোসের  সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ, প্ল্যান ইন্টার ন্যাশনাল, সুইডেন ও সেফ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় শিশু একাডেমীর হল রুমে সংবাদ সম্মেলনে সংস্থাটির সার্বিক কার্যাবলি তুলে ধরেন, সাধারণ সম্পাদক সানজিদা আলম শাওন। সংবাদ সম্মেলনে এনসিটিএফ চাঁপাইনরবাবগঞ্জ জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন বন্ধে প্রচার প্রচারনা, মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ,ইটভাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধ,শিশুদের যৌন হয়রানি ঈদবস্ত্র শীতবস্ত্রসহ বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে অতিথি ছিলেন,  নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, মোহাম্মদ শাহ আলম, মুক্তমহাদলের সভাপতি মোসফিকুর রহমান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম সহ জেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনি∙ মিডিয়ার সাংবাদিকগণ। এদিকে একই দিন সকালে  এনসিটিএফের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজন ঘোষকে সভাপতি, সানজিদা আলম শাওনকে সাধারণ সম্পাদক, সহসভাপতি ফারিয়া পারভীন, যুগন্ন সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, শিশু গবেষক ছেলে মাহমুদুল হাসান,মেয়ে শারমিন খাতুন, শিশু সাংবাদিক রাফিউর হাসান, শিফা, চাইল্ড পার্লামেন্ট, আক্তারুল ইসলাম, মরাজুন নেসা ।
এ আগে সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে ভোটের মাধ্যমে এই কমিটি গঠন হয়। ৫০ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার ভোট প্রদান করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৬