জোহরপুর সীমান্তে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জোহরপুর সীমান্তের ভারতীয় অংশে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশী রাখালকে বিএসএফ পিটিয়ে হত্যা করেছে। আব্দুর রহমান জোহরপুর বেলপাড়া গ্রামের শীশ মোহাম্মদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জোনায়েদ আলম খান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর গরু চোরাচালানের কাজে জড়িত রাখাল আব্দুর রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে ভারতে যায়। ভারতের পাঁচ/ছয় কিমি ভিতরে সে বিএসএফ’র পিটুনীতে নিহত হয়। এ ব্যাপারে বিএসএফের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করে পত্র দেয়া হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তারা কিছু জানে না।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ সদস্যরা পিটিয়ে রহমানকে হত্যার পর ফেলে চলে গেলে তার সঙ্গে যাওয়া লোকজন লাশ উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ রহমানের বাড়ি থেকে মরদেহ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১০-১২-১৫