উপজেলা পরিষদের পঞ্চবার্ষিকী ও বাজেট বই প্রণয়ণ র্শীষক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ সমূহের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাজেট বই প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী অফিস প্রধান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। জেলা প্রশাসন ও উপজেলা গভর্ণ্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফতার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যরা। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালি করে সরকারের সকল বিভাগের সমন্বয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা তথা দেশের উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। উন্নয়নশীল দেশের মত পরিকল্পনা মোতাবেক বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগকে কাজ করতে হবে। বর্তমানে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা হলেও স্থানীয় পর্যায়ে সমন্বয়হীনতার কারণে কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজ চালাতে হবে। অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সমন্বয় থাকা প্রয়োজন। কর্মশালায় জনগণকে সাথে নিয়ে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার উপরও গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১২-১৫