বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে বর্ধিত সভা

বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় বর্ধিত সভা চাঁপাইনবাবগঞ্জে অনুিষ্ঠত  হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার দক্ষিন শহরের আতাহারে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. আলাউদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আব্দুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক  নেজামউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি সেলিম রেজা, জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল আল মুস্তাহিদ, পাবনা জেলা সেক্রেটারী ফারুক আহমেদ, নওগাঁ জেলা মহিলা সম্পাদিকা আরেদিন বেগম, রাজশাহী জেলা সভাপতি একরামুল হক, মঞ্জুর রহমানসহ বর্ধিত সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও হেলথ এ্যাসিস্ট্যান্টগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারী হেলথ এ্যাসিস্ট্যান্টদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জোর দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১২-১৫