৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকাীলন ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ ২০১৫ এর ২৬ ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেট চ্যাম্পিয়ন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, ভবিলবল চ্যাম্পিয়ন কালিনগর উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টন (বালক)  একক ও দ্বৈত চ্যাম্পিয়ন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা একক ও দ্বৈত চ্যাম্পিয়ন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, হকি চ্যাম্পিয়ন নয়নশুকা আর.কে উচ্চ বিদ্যালয়, টেবিল টেনিস চ্যাম্পিয়ন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, এ্যাথলেকিটকসে ব্যক্তিগত চ্যাম্পিয়ন (বড়) আশিকুল ইসলাম, (মধ্যম) হাসিব আলী ও (ছোট) মোখলেসুর রহমান। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন। বিশেষ অতিথি আফম হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও কাউসার নাসিম, সভাপতি ম্যানেজিং কমিটি। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাসির আক্তার, হাসিনুর রহমান, শাহ আলম, সাইফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মাইনুল ইসলাম, শহীদ মনোয়ার আব্দুল মতিন, মমতাজ মহল, শামীমা সুলতান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এতে ছয়টি ইভেন্টে প্রায় সাড়ে ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাইমুল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-১২-১৫