চিল্ড্রেন টাস্কফোর্সের বার্ষিক সাধারণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনার চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির বার্ষিক সাধারণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এনসিটিএফ  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সানজিদা আলমের সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহযোগিতায় শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার হলরুমে বার্ষিক পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার দাঁ, মোহাম্মদ শাহ আলম, মুক্তমহাদলের সভাপতি মোসফিকুর রহমান ,স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ।
সভায়  ২০১৫ সালের এনসিটিএফের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী ২০১৬ সালের বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরে হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন বন্ধে প্রচার প্রচারনা, মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ, ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধ,শিশুদের যৌন হয়রানি ঈদবস্ত্র শীতবস্ত্রসহ বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়।
বার্ষিক পরিকল্পনা সভায় শিশু গবেষক, শিশু সাংবাদিক অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১২-১৫