নাচোলে সংসদীয় ককাস সদস্যদের সঙ্গে আদিবাসীদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসীদের সমস্যা পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস ও ইউএনডিপি’র উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ‘ইলামিত্র স্মৃতি পাঠাগার’ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিসি’র আয়োজনে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।  আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনিক্যাল সদস্য ও সমন্বয়ক প্রফেসর মেসবা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, সাংসদ সদস্য  গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সাংসদ সদস্য  জিয়াউর রহমান, সাংসদ কবি কাজী রোজী, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মূ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী মুক্তি মোর্চা সভাপতি বিশ্বনাথ মাহাতো, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদিকা রঞ্জনা বর্মণ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী মুক্তি মোর্চার উপদেষ্টাসদস্য সুধেন চন্দ্র বর্মন, বিধান চন্দ্র শিং ও আরডিসি নাচোল শাখার প্রোগ্রাম ম্যানেজার রাজকুমার মান্ডা  প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ককাসের টেকনিক্যাল সদস্য  জান্নাত-এ- ফেরদৌসী, ইউএনডিপি’র কনসালটেন্ট মিস. মিবিলিয়ন, ইউএনডিপি’র আন্তর্জাতিক মানবাধিকারের আইন বিশেষজ্ঞ  অলিভার থুহী, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, আরডিসির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ কায়সার আলী ও প্রোগ্রাম ম্যানেজার ফারহানা বাতেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৯-১২-১৫

,