৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দফা দাবীতে মানববন্ধন  করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সকালে  স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির উপদেষ্টা ও সমাজসেবক ইসরাইল হক সেন্টু, উপদেষ্টা সাজেমান হক মন্ডল, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সভাপতি বক্ষ্্রনাথ ঠাকুর বারমা,  সাধারণ সম্পাদক অবনিকান্ত রবি দাস, সহ-সভাপতি দিলিপ কুমার পাল, আদিবাসী নেত্রী সেলিনা মারান্ডি, বিসকা রবি দাস প্রমুখ।
বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য উপযুক্ত কর্মসূচী গ্রহণ করে শিক্ষিত দলিতদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্য সরকারের প্রতি নীতিমালা প্রণয়নের দাবী জানান। বক্তারা আরো বলেন, ভোলাহাটে সৎকারের জন্য কোন মহাস্মশান নাই। অবিলম্বে তা দেবার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-১৫