ভোলাহাটে বাল্যবিবাহ বন্ধে তথ্যকার্ড বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর আওতায় বাল্যবিবাহ বন্ধে মঙ্গলবার বিকেলে পল্লী সমাজের সদস্যদের মাঝে তথ্যকার্ড বিতরণ করেছে। ব্র্যাক পল্লী সমাজের উদ্দ্যোগে ওয়ার্ড পর্যায়ে এ কার্ড বিতরণ করা হয়।
ব্র্যাক ২নং পল্লী সমাজের  সভাপতি মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি সদস্য সাবিয়া বেগম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ,  ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এফ.ও (জেড.এ) আব্দুল্লাহ আল-মামুন, বৃহত্তর বজরাটেক গ্রাম সরদার জুল্লুর রহমান শাহ্, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দিন, সামাজিক ক্ষমতায়ণ কর্মসুচী এফ.ও (আই,বি) মোজাম্মেল হক, সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের বজলুর রহমান শাহ্ বাবু। অনুষ্ঠানে ২নং গোহালবাড়ী ইউনিয়নের ২নং পল্লী সমাজের ৩২জন সদস্যদের মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৫

,