শিবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালন
“আলোর পথে আরো এগিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ দিন ব্যাপি চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ। এ উপলক্ষে বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের যৌথ আয়োজনে সরকারী মডেল হাই স্কুলের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। আয়োজিত অনুষ্ঠানে অত্র স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক সহকারী প্রকৌশলী মুহিদ রায়, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী শাহিনুল হক, উপজেলা স্কাউটসের সম্পাদক রবিউল ইসলাম, কমিশনার সানাউল্লাহ্ প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১২-১৫