বণিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভা শনিবার চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৪-২০১৫ অর্থ বছরের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন ২০১৫ অনুমোদিত হয়। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসিদুল হাসান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান হানু, সাবেক সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, মোঃ মনোয়ারুল ইসলাম ডালিমসহ পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ ও সাধারণ পরিষদের প্রায় ৪০০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভায় চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করার জন্য কাজ করছি। এজন্য সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে স্থল বন্দরকে আন্তর্জাতিক মানের করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত সু-স্বাদু আম ও সুগন্ধি চাউল বিদেশে রপ্তানী বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে।
কৃষিপ্রধান এ জেলায় কৃষিভিত্তিক শিল্পের যথেষ্ট সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা যেমন নিরবিচ্ছিন্ন জ্বালানী, যোগাযোগ, অবকাঠামো, প্রযুক্তির সহজলভ্যতা ইত্যাদি না থাকার কারণে শিল্পায়নে তথা অর্থনৈতিক উন্নয়নে তেমন কোন সাফল্য অর্জিত হয়নি বলে সভায় মন্তব্য করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-১৫