নয়াগোলার পর এক সপ্তাহের ব্যবধানে মহাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি > স্বর্ণালঙ্কার লুট

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা গ্রামে শুক্রবার দিবাগত রাতে আমেরিকা প্রবাসী ফিরোজ কবিরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এনিয়ে গত ১ সপ্তাহের ব্যবধানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দু’টি ডাকাতির ঘটনা ঘটল। এরআগে গত ৬ ডিসেম্বর মহাডাঙ্গার পার্শ্ববর্তী নয়াগোলা এলাকায় কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক মিলনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও ফিরোজ কবীরের ভাগ্নে আব্দুল্লাহ আল আজিম জানান, রাত আড়াইটার দিকে ১৫/১৫ জনের সশস্ত্র একটি ডাকাত দল ফিরোজের বাড়ির বাইরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা  অস্ত্রের মুখে জিম্মি করে পুরুষ সদস্যদের বেধে ফেলে। পরে বিভিন্ন ঘরে হানা দিয়ে আলমারি ও আসবাবপত্র ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। ডাকাতরা ওই বাড়ি থেকে ২৩ ভড়ি স্বর্ণালঙ্কার ও প্রায় নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমেরিকা প্রবাসী ফিরোজ কবীরের বাড়িতে তার মা ও দু’ বোন পরিবার নিয়ে বসবাস করতেন।  চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে। তবে এখনও ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।
উল্লেখ্য, এরআগে নয়াগোলায় মুখোশধারী ১০/১২ জনের ডাকাত দল ১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা আব্দুল খালেক মিলনের বাড়ি থেকে ২৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতের হামলায়আহত হয় মিলন ও তার স্ত্রী নাসরিন আক্তার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১২-১৫