পৌরসভা নির্বাচন > প্রচারণার শেষ মূর্হুতে পুরোদমে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা

আজ রাত ১২ টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে পৌর নির্বাচনের সবধরণের প্রচার প্রচারণা। তাই চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণার শেষ মূর্হুতে প্রার্থীরা পুরোদমে চালিয়ে যাচ্ছেন গণ সংযোগ। সেই সঙ্গে করছেন পথ সভাও। গণ সংযোগকালে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে জানাচ্ছেন নানান প্রতিশ্রুতি।
চাঁপাইনাববগঞ্জ
আমাদের নিজস্ব প্রতিবেদক আসাদুল্লাহ জানান, সকালে আওয়ামলীগে মনোনীত প্রার্থী সামিউল হক লিটন গণ সংযোগ করেছেন কলেজ এলাকা, বড়ইন্দারা, পুরাতনবাজার, পাঠানাপাড়া এলাকায়। বিএনপি প্রার্থী অধ্যাপক আতাউর রহমান গণ সংযোগ করেছেন, লাখেরাজপাড়া, পুরতানবাজার এলাকায়। গণসংযোগকালে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র কাছে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে, স্বতন্ত্রপ্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নজরুল ইসলামও ভোরে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন।
নাচোল
নাচোল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জহুরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে শেষ মূর্হুতে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থী।
সকালে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রশিদ খান পৌর এলাকার ষ্টেশনপাড়া, দেওপাড়া, শ্রীরামপুর এলাকায় গণ সংযোগ করেন। বিএনপি প্রার্থী কামারুজ্জামান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার গুঠইল, বাজারপাড়া ও মাঠপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্ব স্ব পক্ষে ভোট প্রার্থনা করেন।
রহনপুর
গোমস্তাপুর থেকে সাংবাদিক নুর মোহাম্মদ জানান, বিএনপি মনোনীত প্রার্থী তারেক আহম্মেদ সকালে রহনপুর পৌরসভার উদয়নগর ভুতপুকুর, বিদ্যুৎ অফিস মোড়সহ আশেপাশের এলাকায় গণ সংযোগ করেছেন। নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে থাকা আওয়ামীলীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস কলেজ পাড়া, বিশ্বাস পাড়াসহ আশেপাশের এলাকায় গণ সংযোগ করেছেন।
শিবগঞ্জ
শিবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সফিকুল ইসলাম জানান, আওয়ামীলীগের প্রার্থী আব্দুল ময়েন খান সকাল থেকে গণ সংযোগ করেছেন শিবগঞ্জ পৌরসভার রসুলপুর, শেখটোলা এলাকায়। ধানের শীষের প্রার্থী সফিকুল ইসলাম সফিক গণ সংযোগ করেছেন পৌর এলাকার তর্তিপুর, আলীডাঙ্গা, চতুরপুরসহ আশে পাশের এলাকায়।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন পৌরবাজার এলাকায় গণ সংযোগ করেছেন। সন্ধ্যায় বাজারে তার পথ সভা হওয়ার কথা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৫

, , ,