সাংবাদিক মেহেদির প্রদীপ্ত সাহিত্য পুরস্কার লাভ

দৈনিক চাঁপাই চিত্রের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক লাল গোলাপের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রদীপ্ত সাহিত্য পদক পেয়েছেন।
শুক্রবার সকালে রাজশাহী জেলার মোহনপুর কেশর হাটের প্রদীপ্ত সাহিত্য আসরের আয়োজনে এ পদক প্রদান করা হয়। অ্যাডভোকেট আডভোকেট এম এ সালামের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, রাজশাহী ৩ মোহনপুর, পবা আসনের সাংসদ মোঃ আয়েন উদ্দিন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্ঠা ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও নর্থবেঙ্গল ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর আবদুল খালেক, অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু প্রমুখ। মেহেদি হাসান বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি নাচোল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে চাকুরিরত আছেন। সাম্প্রতিককালে তিনি চাঁপাইনবাবগঞ্জের মল্লানে বক পাখির অভয়ারণ্য ও হারিয়ে যাচ্ছে ভেড়ার লোমের তৈরি কম্বল শিল্প নিউজ করার সুবাতে তাকে এ সম্মাননা দেয়া হয়।  সাহিত্য আসরে মোট ১০টি ক্যাটাগরিতে  পদক প্রদান করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের কবি ও গল্পকার  ইলিয়াসকে গল্পকার  ও  ইব্রাহিম কে  বাংলা কবিতায় পদক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১২-১৫