বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র ভূমির গহিনে অবস্থিত বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডুর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সহকারি শিক্ষক সুদর্শন পাল, গ্রামের মোড়ল দেবেন হাঁসদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি খাইরুল আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক গৌরী চন্দ সিতু, বিদায়ী শিক্ষার্থী রূপমনি কোল মার্ডি, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আলমগীর ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীরা নিজেরা ফুল তুলে মালা গেঁথে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং বন্ধুসভার বন্ধুরা পরীক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন ও ফুল দিয়ে তাঁদের সংবর্ধনা প্রদান করে। শেষে নিজেদের ঐতিহ্যবাহী নাচ-গান করে বিদ্যালয়ের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা। উপস্থিত সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৫