সনাতন ধর্মাম্বলীদের অন্যতম উৎসব কালী পুজো উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জে পুজো অর্চনা, পটকা-আতশবাজি আর ধর্মীয় ভারগম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাম্বলীদের অন্যতম উৎসব কালী পুজো বা দীপাবলী। মঙ্গলবার অমাবস্যার গভীর রাতে মন্দিরে মন্দিরে কালীথানে কালী মা’র স্থাপিত প্রতিমা’র পুজো শুরু হয়। জেলা পুজো উযযাপন কমিটির সভাপতি মোহিত কুমার দাঁ ও সাধারন সম্পাদক বাবুল কুমার দাস জানান,বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে জেলার ১০১ ও সদরে ২৬ টি মন্ডপে এই পুজো অনুষ্ঠিত হয়েছে। মন্ডপগুলি বনার্ঢ্য আলোকছ্টায় আর দ্বীপ শিখায় সাজান হয়েছিল।
মঙ্গলবার রাত নয়টায় অমাবস্যা শুরু হবার পর দীপাবলী বা দিওয়ালী পালনে নেমেছিল ভক্তদের ঢল। বুধবার বিকেল তিনটায় মহানন্দা নদীতে জেলার সবচাইতে বড় এবং শতবর্ষ প্রাচীন শহরের বুড়া কালী মা’র প্রতিমা বিসর্জন দেন পুজারীরা। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় আচার পালন করে।বাজান হয় বাদ্যযন্ত্র। বুড়া কালী মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক স্বরুপ মন্ডল জানান ঐতিহ্যবাহী এই মন্দিরের কালীপুজো নিয়ে জেলাবাসীর উৎসাহ সবচাইতে বেশী। এ উপলক্ষে প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিন করে ভক্তরা। বুধবার রাতে, বৃহস্পতিবার ও শুক্রবার পালাক্রমে জেলার অনান্য প্রতিমাগুলি বিসর্জন দেয়া হবে। কালী পুজো কে কেন্দ্র করে নিরাপত্ত্বা জোরদার রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৫
মঙ্গলবার রাত নয়টায় অমাবস্যা শুরু হবার পর দীপাবলী বা দিওয়ালী পালনে নেমেছিল ভক্তদের ঢল। বুধবার বিকেল তিনটায় মহানন্দা নদীতে জেলার সবচাইতে বড় এবং শতবর্ষ প্রাচীন শহরের বুড়া কালী মা’র প্রতিমা বিসর্জন দেন পুজারীরা। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় আচার পালন করে।বাজান হয় বাদ্যযন্ত্র। বুড়া কালী মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারন সম্পাদক স্বরুপ মন্ডল জানান ঐতিহ্যবাহী এই মন্দিরের কালীপুজো নিয়ে জেলাবাসীর উৎসাহ সবচাইতে বেশী। এ উপলক্ষে প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিন করে ভক্তরা। বুধবার রাতে, বৃহস্পতিবার ও শুক্রবার পালাক্রমে জেলার অনান্য প্রতিমাগুলি বিসর্জন দেয়া হবে। কালী পুজো কে কেন্দ্র করে নিরাপত্ত্বা জোরদার রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৫