ভোলাহাটে তিন দিনব্যাপী পরিবেশ ও ওয়াটসান মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে দূর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার ৩ দিন ব্যাপি পরিবেশ ও ওয়াটসান মেলা উদ্ধোধন করা হয়েছে। এ্যানহেনসিং গর্ভানেন্স এন্ড ক্যাপাসিটি অফ সার্ভিস প্রোভাইডার এন্ড সিভিল সোসাইটি ইন ডাব্ল এসএস প্রকল্পের আওতায় মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলা উদ্ধোধন করা হয়। দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মেহেফুর রহমান, এনজিও ফোরাম ফোর পাবলিক এর আঞ্চলিক ব্যাবস্থাপক রবিউল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, সাদা মনের মানুষ জিয়াউল হক, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও ফোরাম ফোর পাবলিক হেলথ এর কর্মসূচী সহায়ক সাবিত জাহান শিশিরসহ অন্যরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৪টি ষ্টল অংশগ্রহণ করে। পরে অতিথিগণ মেলায় অংশ গ্রহণ করা ষ্টলগুলো পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-১১-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-১১-১৫