ভোলাহাটে নারী নির্যাতন বন্ধে র‌্যালি ও আলোচনা সভা

‘নারী নির্যাতন মানব না, প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নারী নির্যাতন বন্ধে ও তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্র্যাক ভোলাহাট শাখা আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্র্যাক মিলনায়তন কক্ষ্যে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ, ব্র্যাক ম্যানেজার (স্বাস্থ্য) রাসেদুল ইসলাম, ফিল্ড ওর্গানাইজার আব্দুল্লাহ আল-মামুন, প্রোগ্রাম ওর্গানাইজার আব্দুল কুদ্দুস, ডিইসিসি শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সিইপি মোজাম্মেল হোসেন, এডিপি আশুরা খাতুন, ওয়াশ কর্মসূচী সহায়ক স্বপন চন্দ্র রায়, ওআই আড়ং সামসুল আলম প্রমূখ। এ ছাড়াও এলাকার বিভিন্ন পেশাজীবি মহিলা-পুরুষগণ উপস্থিত ছিলেন।

 নাচোল
এ দিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান,‘নারী নির্যাতন মানব না, প্রতিকার প্রতিরোধে সোচ্চার হব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো নারী নির্যাতন প্রতিরোধ দিবসের র‌্যালি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের র‌্যালিতে অংশ গ্রহন করেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম(মন্নি), ব্র্যাক ম্যানেজার মোঃ হাবিবুর রহমান হাবিব, স্বাস্থ্য কর্মসুচীর ম্যানেজার ফজলুল হক তুহিন, আইন সহায়তা কর্মসুচীর এফ ও মমতাজ মহল, পিও আব্দুস সালাম, এফ ও তাজির হোসেন ব্র্যাকের কর্মী, নারীসহ বিভিন্ন স্কুলের ছাত্রীরা এ র‌্যালিতে অংশ গ্রহন করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালিতে নারীর প্রতি সংগটিত সকল নির্যাতন নির্মূল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৬-১১-১৫

,