ভোলাহাটে গাঁজা সেবনের দায়ে একজনের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আব্দুল মজিদসহ সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার দলদলী ইউনিয়নে অভিযান চালিয়ে সকাল সোয়া ১০টার দিকে বারইপাড়া গ্রামের মৃত কেতাব আলীর ছেলে হোসেন আলী (৩০) কে ৫০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদারতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনে আটক হোসেন আলীকে গাঁজা সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদাণ করেন।

সাজাপ্রাপ্তকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ মহসীন আলী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১১-১৫

,