ভোলাহাটে বিডিইআরএম’র আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হিন্দু সম্প্রদায় সরকারী সার্বিক অনুদান থেকে বঞ্চিত হয়ে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি সমন্বয়ে বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলনের আলোচনা সভা মোহবুল্লাহ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় শ্রী নিখিল রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিডিইআরএম’র প্রধান উপদেষ্ঠা শরিফুল ইসলাম শরীফ। বিডিইআরএম, সাধারণ সম্পাদক শ্রী সুবল দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিডিইআরএম’র সহসভাপতি শ্রীমতি করুনা রানী, সাংগঠনিক সম্পাদক শ্রী অরেন কর্ম্মকার, কোষাধ্যক্ষ রাজকুমার কর্ম্মকার, লালচান রবিদাস, দিপেন চক্রবর্তী, শ্রীমতি বাসন্তী, সন্তোস কর্ম্মকার, রনজিৎ রবিদাস, আনন্দ রবিদাস, শম্ভু কুমার, শ্রীমতি দেবী রানী, শ্রীমতি চেনুবালা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা তাদের বিডিইআরএম’র সকল সদস্যগণের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে হিন্দু-মুসলমান সকলে মিলেমিশে তাদের সরকারের কাছে ন্যায্য দাবী আদায়ের জোর দাবীসহ বর্তমান সরকারের সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত না রেখে তাদের প্রতি সুদৃষ্টি রাখার জোড়ালো আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৩-১১-১৫