নাটাবের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যাক্তিত্বদের নিয়ে মতবিনিময় সভা

জাতীয় যক্ষèা নিরোধ সমিতির (নাটাব)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শিশু শিক্ষা নিকেতনের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাটাবের সভাপতি মোনিম উদ দৌলা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না। এতে প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শফিকুল ইসলাম ও আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদ ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাটাব জেলা শাখার সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম। যক্ষèা রোগের সংক্ষিপ্ত বিবরণ ও জাতীয় যক্ষèা নিয়ন্ত্রণ কর্মসূচী ডট্স এর কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন আলোচকবৃন্দ। এসময় নাটাব সদস্য ও সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলীসহ নাটাবের সদস্যবৃন্দ ও জেলার সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন। যক্ষèা রোগ নিয়ন্ত্রণে সামাজিকভাবে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৫