বিচারকের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আইনজীবিদের আদালত বর্জন

চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এক বিচারকের আদালত আজ সোমাবার সকাল থেকে বর্জজন শুরু করেছে আইনজীবিরা। এক আইনজীবীর সঙ্গে বিচারকের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এই বর্জন কর্মসুচি শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল-বেরুনী জানান, গত ৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ্যাডভোকেট এমদাদুল হক শুনানীর জন্য দাঁড়ালে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মোহাম্মদ শাহরিয়ার কবির তার সাথে অসৌজন্যমূলক আচরণ এবং এক পর্যায়ে ওই আইনজীবিকে কাষ্টডিতে নেয়ার জন্য পুলিশকে মৌখিক আদেশ দেন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি রোববার বিকেলে এক জরুরী সভায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত সোমবার থেকে বর্জনের সিদ্ধান্ত নেয়। আইনজীবি সমিতি সূত্র জানিয়েছে, ম্যাজিষ্ট্রেট নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবিদের আদালত বর্জণ কর্মসূচি চালিয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১১-১৫