জাপানি নাগরিক হত্যার সন্দেহভাজন আসামীদের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটক জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার সন্দেহভাজন তিন আসামীকে অস্ত্র মামলায় দু’দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয়। বিকেলে আদালতে নিয়ে আসার পর সন্ধ্যায় আবারও তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনইল ও বিদিরপুর এলাকায় অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক রংপুরের রাজিব হোসেন সুমন, কাজল চন্দ্র বর্মন এবং নওশাদ হোসেন রুবেলকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের হওয়া দু’টি  অস্ত্র মামলায় পুলিশ মঙ্গলবার দুই দিনের রিমান্ড নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছে, রিমান্ডে তারা পুলিশকে খুব গুরুত্বপূর্ণ না হলেও বেশ কিছু তথ্য দিয়েছে। রংপুরের হোঁশিও কুনিও হত্যাসহ অন্যান্য ব্যাপারে যে সব তথ্য দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হবেনা।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘সন্ধ্যায় আদালত থেকে তাদের আবারও জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় কোন জবানবন্দি গ্রহণ করা হয়নি’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৫