জামায়াতের হরতালে তেমন প্রভাব পড়েনি জনজীবনে

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্ব্বোাচ আদালত খারিজ করে দেয়ায় ঘটনায় জামায়াতের ডাকা হরতাল কোন রকম উত্তাপ ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। সকাল সন্ধ্যার এই হরতালে তেমন প্রভাব পড়েনি। জনজীবন প্রায় স্বাভাবিক ছিল। সকাল থেকেই অটোরিক্সসহ ছোট যান চলাচল করতে দেখা যায়। রাজশাহী রুটে বাস চলাচলও করেছে। সোনামসজিদ স্থল বন্দরে ট্রাক আসা যাওয়াও করেছে। শহরের প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দোকানপাট খুলতে দেখা যায়।
হরতালের সমর্থনে পিকেটিং-এর খবর পাওয়া যায়নি। তবে, শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এদিকে, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে সকালে শিবগঞ্জ বাজারে হরতাল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন।
অন্যদিকে, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৫