নাচোলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম’র কার থেকে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ডিজিএম’র প্রাইভেট কারে ফেন্সিডিল পাচারের সময় কারসহ চালককে আটক করেছে। আটক চালক রাজশাহী বোয়ালিয়া থানার মিরেরচক এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে কামরুল হাসান (৩৫)। সে রাকাবের বগুড়া শাখা ব্যবস্থাপকের গাড়ি চালক।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ সোমবার ভোর ৪টার দিকে নাচোল উপজেলার ভোলা মোড়ে অভিযান চালায়। এ সময় রাকাবের বগুড়া জোনের ডিজিএম এর প্রাইভেট কার (রাজ-মেট্রো-খ-১১-০০৬৫) এ তল্লাশী চালিয়ে চালককে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। ফেন্সিডিলসহ কার ও চালককে আটকের বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, এ ব্যাপারে নাচোল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
কার চালক কামরুল দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানিয়েছে স্থানীয় একটি সুত্র।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৫

,