আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী লিটনের শোডাউনে সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে শহরের নিমতলা এলাকা থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও সম্ভাব্য মেয়র প্রার্থী সামিউল হক লিটনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের হাসপাতাল এলাকায় গেলে মিছিলের শেষ অংশে অভ্যন্তরিণ দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপসহ দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তঃত ৫/৬জন আহত হয়।
পরে মিছিলটি নিমতলা ঈদগাহ মাঠে এলে আবারও সংঘর্ষ বাধে।
আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী সামিউল হক লিটন চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডট কমকে জানান, শহরের নিমতলা এলাকা থেকে ৬/৭ হাজার লোক নিয়ে মিছিলটি শহরের হাসপাতাল এলাকায় গেলে মিছিলের শেষে দিকে সংঘর্ষ বাধে। তিন আরো বলেন, এ ধরনের বড় মিছিলে দু’ একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম বলেন, ‘ মিছিলের ভেতরেই পিচ্চি পিচ্চি ছেলেরা এ ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/০৯-১১-১৫