জেল হত্যা দিবস পালন করলেন রাবি প্রশাসন

যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ৮টার দিকে  শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন, প্রক্টর প্রফেসর তারিকুলহাসানসহ প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ১৯৭৫ সালের আজকের এই দিনে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিভৃত প্রকোষ্ঠে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয় । এ জাতীয় চার নেতা হলেন, সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম.মুনসুর আলি এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৩-১১-১৫