প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভাইরাস পরীক্ষা

প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নতুনবাজার এলাকার জেলে ও কুমোরপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বিনামূল্যে ৫০ জন কন্যাশিশুর হেপাটাইটিস-বি ভাইরাস (এইচবিএসএজি) পরীক্ষা করা হয়েছে। এর পাশাপাশি মাটির ব্যাংকে বন্ধুসভার সদস্যদের সারা বছরে জমানো টাকা সেখানকার বাবা-মা হারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাসি হালাদারের হাতে তুলে দেয়া হয়। বাবাকে পাঁচ বছর আগে ও মাকে এক মাস আগে হারিয়ে হাসি আশ্রয় নেয় জেলে পাড়ায় তার মামার বাড়িতে। হাসির মামাতো বোন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পিংকি হালদার জানান, মাকে হারানোর পর মাস খানেক থেকে হাসিকে কেউ হাসতে দেখেনি। বুধবার বিকালেই কেবল তাকে হাসতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেয় সাবেক সভাপতি বন্ধুসভার সাঈদ মাহমুদ, বর্তমান কমিটির সহ-সভাপতি আলী উজ্জামান নূর, সাধারণ সম্পাদক দবন কুমার, যুগ্ন সম্পাদক সোনিয়া খাতুন, দপ্তর সম্পাদক আঞ্জুমান আরা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন শশী, সদস্য মৌসুমী খাতুন, নয়ন আহমেদ, জহিরুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১১-১৫