নাচোলের সোনাইচন্ডিতে বিদেশী পিস্তলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডি বাজার থেকে পুলিশ মঙ্গলবার দুপুরে তিনটি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ডগুলিসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে এনামুল ঘশ (২৬) ও ছোট তেঘরিয়া গ্রামের আজিজুল হকের ছেলে জামাল হোসেন (৩৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পুলিশের একটি দুপুর ২টার দিকে সোনাইচন্ডি বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের হাতে নাতে আটক করে।
এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১১-১৫

,