ভোলাহাট পয়েন্টে ঐহিত্য হারাচ্ছে মহানন্দা > তীর রক্ষা বাঁধে ভাঙ্গন

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নদী ‘মহানন্দা’ কালের বিবর্তনে ভোলাহাট পয়েন্টে তার ঐতিহ্য হারাতে বসেছে। নদীটি দিন দিনে সরু হয়ে ‘খালে’ পরিণত হতে বসেছে। অথচ এক সময় এই মহানন্দা নদী পথ ছিল পাল, গৌড়, মোগলদের বাণিজ্য ও যাতায়াতের একমাত্র মাধ্যম। কালের বিবর্তনে এর নাব্যতা হারিয়ে এখন ‘খালে-বিলে’ পরিণত হয়েছে।
বর্তমান এ মহানন্দা নদী মরা খালে পরিণত হলেও এর বামতীর রক্ষা সরকার প্রচুর অর্থ ব্যয়ে বাঁধ নির্মাণ করে। বাঁধটি নির্মাণের পর তীর সংরক্ষণসহ স্থানীয় জনগণের চলাচলসহ নানা কাজে সহায়ক হিসেবে কাজ করছিল।  কিন্তু সম্প্রতি বাঁধে ভাঙ্গন দেখা দেয়ায় সে সুবিধাও ভেস্তে যেতে বসেছে। মহানন্দা নদীর বামতীরটি উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামের ঘোড়াদৌড় হতে পুরাতন হাজিপাড়া পর্যন্ত প্রায় ৩’শ গজ বাঁধ ভেঙ্গে নদীতে মিশে গেছে। আর এ অবস্থা চলতে থাকলে ঐ দু’টি গ্রামের ব্যাপক জনপদ নদীহগর্ভে বিলিন হবে।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, মহানন্দার ঐতিহ্য ফিরিয়ে আনতে নদী খননসহ ভাঙ্গনের মুখে পড়া বাঁধটি সংস্কার করা হউক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২১-১১-১৫

,