আদিবাসীদের আলাদা ভূমি কমিশন গঠনের লক্ষে নাচোলে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাজ, জমি,সামাজিক নিরাপত্তার ও আদিবাসীদের আলাদা ভূমি কমিশন গঠনের লক্ষে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে ইলামিত্র পাঠাগার সংস্কৃতি কেন্দ্রে উপজলে ভূমিহীন সমিতির উদ্দ্যোগে ও ভূমিহীন সমিতির সদস্য নুরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহ্বায়ক ভূমিহীন সমিতির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সুবল সরকার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন সমিতির রাজশাহী বিভাগীয় শাখার সাংগঠনিক আফসানা খাতুন ,নিয়ামতপুর উপজেলার ভূমিহীন সমিতির সদস্য নুরুল ইসলাম শাহীন,রাজশাহী ভূমিহীন সমিতির সদস্য ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন ,নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম, নাচোল উপজেলার ভূমিহীন সমিতির সদস্য নুরুউদ্দীন প্রমুখ ।
সভায় বক্তারা উপজেলার ভূমিহীন মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় সকল মানুষকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে এবং আদিবাসীদের হারিয়ে যাওয়া জমি ফিরিয়ে আনতে হবে বলে আলোচনা করা হয় । অনুষ্ঠান টি সঞ্চালন করেন প্রভাষক তৌহিদুল ইসলাম শাহীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২১-১১-১৫

,