চামাগ্রামে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রাম এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে জাব্বার (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিবগঞ্জ থেকে আসা একটি গরুভর্তি একটি ট্রাক সাইকেল আরোহী জাব্বারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাব্বার। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাকের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৫
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিবগঞ্জ থেকে আসা একটি গরুভর্তি একটি ট্রাক সাইকেল আরোহী জাব্বারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাব্বার। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাকের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৫