ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৫ম বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও অভিজ্ঞতা বিনিময় সভা

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৫ম বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ র‌্যালী ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে মাঠে অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হয়। অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দ, ডা. আব্দুর রহমান। ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের উদ্যোক্তা নাদিম হাসান, চরঅনুপনগর ইউনিয়নের উদ্যোক্তা মাহমুদা খাতুন, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের উদ্যোক্তা ওয়ালিউল ইসলাম ডালিম। উদ্যোক্তারা ডিজিটাল সেন্টারের উদ্যোগে সাধারণ মানুষের জন্ম নিবন্ধন, বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধার কথা উল্লেখ করে সেন্টারগুলোতে কম্পিউটার ও ল্যাপটপ দেয়ার অনুরোধ জানান।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় ডিজিটাল সেন্টারের ৫ম বার্ষিকী উপলক্ষে র‌্যালীতে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তারা দেশের ৪ হাজার ৫’শ ১৬টি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনসাধারণকে দেয়া বিভিন্ন সেবার বিষয় তুলে ধরেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল সেন্টারগুলোর কার্যক্রমও তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বরে একযোগে দেশের ৪ হাজার ৫’শ ১৬টি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-১৫