নানা কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের করা হয় শোক র‌্যালী। পৌর আওয়ামীলীগের ব্যানারে নেতাকর্মীরা কালব্যাচ পরে র‌্যালীতে অংশ নেয়।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিদন করে। পরে শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হালিমা খাতুন, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিউল ইসলাম শাকিল। সভা শেষে দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলালীগসহ বিভিন্ন নেতাকর্মীরা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের উদ্যোগে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সামিউল হক লিটনসহ অন্যরা।

গোমস্তাপুর

এদিকে আমাদের গোমস্তাপুর সংবাদদাতা জানা, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার জেল হত্যা দিবস পালিত হয়েছে।
বিকালে  দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্তস্তবক অর্পণ করেন। রহনপুর বেগম কাচারী প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আনসারীর সভাপতিত্ব বক্তব্য রাখেন,সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, সাবেক এমপি জিয়াউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ আহ্বায়ক রাশেদুল ইসলাম, রহনপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমূখ ।




ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠন জাতীয়  ৪ নেতার জেল হত্যা দিবসে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৭টায় তার নিজস্ব কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলণ, সকাল ৮টায় একটি বর্ণাঢ্য র‌্যালি তাদের কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন আলী শাহ্, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফসার আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, কোষাধ্যক্ষ পিয়ার জাহান, মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বেগম, সাধারণ সম্পাদক হোসনে আরা পাখি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকগণ, যুবলীগের সভাপতি টানু শেখ, সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান পিয়ার, কৃষকলীগের আহবায়ক এ,এইচ,এম কামাল বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রলীগ নেতা মাহলত আশরাফুল ইসলাম, কাবির হোসেন।




শিবগঞ্জ
১৫আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানসহ তার পরিবারকে হত্যার পর ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার করার মধ্য দিয়ে খুনিরা শুধু আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্যই করতে চায়নি, তারা এদেশকে ধ্বংস করতে চেয়েছিল।   মঙ্গলবার বিকালে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে শিবগঞ্জ থানা আওয়ামীলীগের আয়োজনে ৩ নভেম্বর  জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এমপি গোলাম রাব্বানী এ কথা বলেন।
গভায় বক্তব্য রাখেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাঃ বজলার রশিদ সনু, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমানবাবু, থানা যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান, জেলাযুবলীগের সিনিয়র সহসভাপতি তোহিদুল আলম টিয়া ও থানা ছাত্রলীগের সভাপতি বেনজির আহম্মেদ প্রমুখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১১-১৫