হটাৎকরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ!

দেশে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে। বুধবার হটাৎকরেই এসব অ্যাপস বা সার্ভিস বন্ধ করে দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের অনেক পাঠক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকতে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র কাছে ফোন করে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়েছেন। তারা এ নিয়ে পক্ষে বিপক্ষে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের ‘সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে’ এসব সার্ভিসগুলো বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)র সচিব সারোয়ার আলমেল উদ্ধৃতি এনটিভি অনলাইন প্রকাশ করেছে, ‘জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ব্যবহার করে যেসব মেসেজিং অ্যাপস চালানো যায়, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে এই নির্দেশনা এসেছে। যাঁরা দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো দেখে থাকেন, তাঁরাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
বিটিআরসির সচিব জানান, ফেসবুক, ভাইবার, হ্যাংআউট, লাইন, ইমো, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপসহ ৯-১০টি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশক্রমে সবগুলো খুলে দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১১-১৫