রাবির ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা নিরাপত্তার মাধ্যমে এবং দেশের প্রথম ডিজিটাল পদ্ধতিতে আগামীকাল সোমবার শুরু হতে যাচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ।
‘এ’ ইউনিটের সকাল ৯ টা থেকে ১০ টা বিজোড় এবং বেলা ১১ টা থেকে ১২ টা জোড় রোল নম্বরদের পরীক্ষা হবে । আবার একুই দিনে ‘বি’ ইউনিটের দুপুর ১টা থেকে ২টা বিজোড় এবং ৩:৩০ থেকে ৪:৩০ জোড় রোল নম্বরদের ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা অনুষদ‘এ’ ইউনিটে ৯৪১ আসনের বিপরীতে ১৯ হাজার ৫১৯ জন এবং আইন অনুষদ ‘বি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৬ হাজার আবেদন করেছে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৮-১১-১৫
‘এ’ ইউনিটের সকাল ৯ টা থেকে ১০ টা বিজোড় এবং বেলা ১১ টা থেকে ১২ টা জোড় রোল নম্বরদের পরীক্ষা হবে । আবার একুই দিনে ‘বি’ ইউনিটের দুপুর ১টা থেকে ২টা বিজোড় এবং ৩:৩০ থেকে ৪:৩০ জোড় রোল নম্বরদের ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা অনুষদ‘এ’ ইউনিটে ৯৪১ আসনের বিপরীতে ১৯ হাজার ৫১৯ জন এবং আইন অনুষদ ‘বি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৬ হাজার আবেদন করেছে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৮-১১-১৫