২য় শষ্য বহুমুখী প্রকল্পের ৪ দিনব্যাপী কৃষক প্রশিক্ষনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ ২য় শষ্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও সংগ্রহ ব্যবস্থাপনা বিষয়ে ৪ দিনব্যাপী কৃষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষন হল রুমে প্রশিক্ষনের উদ্বোধন করেন ২য় শষ্য বহুমুখী করণ প্রকল্পের পরিচালক খামারবাড়ী গোলাম ফারুক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামস ই তাবরিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রকল্পের টিম লিডার ড. এসপি ঘোষ, কনসালটেন্ট ড. আব্দুল হক, আশরাফুল হক, মনিটরিং অফিসার ড. অশোক কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার ড. আজিজুর রহমান, উদ্যান প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ জহুরুল ইসলাম। প্রতিদিন মোট ৫০ জন করে ৪ দিনে ২’শ জন কৃষক-কৃষাণীকে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও সংগ্রহ ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের নায্য মূল্য পৌছে দিতে সরকার কাজ করছে বলে জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৫