নওগাঁয় সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা

নওগাঁয় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরেন্দ্র কমিউনিটি রেডিও সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিনাজপুর ও নওগাঁ জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের চলমান প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পের অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএসডিও কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান ও জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন বিএসডিও’র মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার শাহনাজ বেগম মুক্তি, সোস্যাল মোবিলাইজেশন অফিসার আবু সালাম ও ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার মো. নুরুজ্জামান। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উভয় জেলার সাংবাদিকরা তাদের নিজ নিজ এলাকার প্রবীণদের সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে বুধবার বিকেলে দিনাজপুর হতে ১০ জন সাংবাদকর্মী বিএসডিও’তে আসেন এবং কর্মএলাকার বিভিন্ন শ্রেণীর প্রবীণদের সহিত মতবিনিময় করেন। রাতে বদলগাছী সদর ইউনিয়নে সোহাসাসাংস্কৃতিক দল আয়োজিত প্রবীণ অধিকার নিয়ে একটি নাটক উপভোগ করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ/ ২৬-১১-১৫