শেষ হল মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৫-১৬ এর অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুইমিংপুলে অনুর্ধ্ব- ১৬ বছর বালকদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শেষ হলো।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আখতাজরুজ্জামান রেজা তালুকদার রুমি। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোহাঃ মুখলেছুর রহমান আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। এসময় আরও উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু নির্বাহী সদস্য মশিউর রহমান মিটু, বাবুল ইসলাম, শরীফা সালেহা, সাধারণ পরিষদ সদস্য জালাল উদ্দীন, আপেল, শহীদুল হক, জহরুল হক জনি, রাজিব হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ দেন জেলা সাঁতার কোচ হোসনে রাকিব এবং সাঁতার প্রশিক্ষণ অংশগ্রহণ করে ৩০ জন প্রশিক্ষনার্থী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১০-১৫