ভোলাহাটে কীটনাশক দিয়ে পুকুরের ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সরকারী জলাশয়ে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার হাঁসপুকুর সমবায় সমিতি লিঃ এর পক্ষে সমিতির সভাপতি আব্দুল খালেকের ছেলে আতিকুর রহমান ডুলু ১৪২০ বাংলা সনে উপজেলা পরিষদ জলমহল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়মানুযায়ী ৩ বছর মেয়াদী ৮/৯ বিঘার হাঁসপুকুর আচঁলা পুকুর ইজারা গ্রহণ করে মাছ চাষ করে আসছিলো। হঠাৎ ২৩ অক্টোবর রাতে উপজেলার হাঁসপুকুর ধনিয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মনি ( ৪০), জোহাক আলীর ছেলে আঃ রাজ্জাক ( ৪৫), মনিরুলের ছেলে আঃ জলিল ( ৩০ ), আশরাফ আলীর ছেলে মোবারক আলী লালচাদ ( ৩২), মনিরুল ইসলামের ছেলে মইনুল ( ২৪০ পূর্ব শত্র“তার জের ধরে পুকুরে হাসুয়া, বল্লম, লাঠিসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ানাধিকার প্রবেশ করে বেআইনী ভাবে কীটনাশক বিষ প্রয়োগ করে ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যেও বিভিন্ন জাতের ৪০/৪৫ মন মাছ মেরে ফেলে। এ ঘটনায় থানায় ২৩ অক্টোবর মামলা হয়েছে যার নং-৭, ধারা ১৪৩,৪৪৭,৩২৮,৪২৭,৫০৬ । এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মহসীন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১০-১৫
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার হাঁসপুকুর সমবায় সমিতি লিঃ এর পক্ষে সমিতির সভাপতি আব্দুল খালেকের ছেলে আতিকুর রহমান ডুলু ১৪২০ বাংলা সনে উপজেলা পরিষদ জলমহল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়মানুযায়ী ৩ বছর মেয়াদী ৮/৯ বিঘার হাঁসপুকুর আচঁলা পুকুর ইজারা গ্রহণ করে মাছ চাষ করে আসছিলো। হঠাৎ ২৩ অক্টোবর রাতে উপজেলার হাঁসপুকুর ধনিয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মনি ( ৪০), জোহাক আলীর ছেলে আঃ রাজ্জাক ( ৪৫), মনিরুলের ছেলে আঃ জলিল ( ৩০ ), আশরাফ আলীর ছেলে মোবারক আলী লালচাদ ( ৩২), মনিরুল ইসলামের ছেলে মইনুল ( ২৪০ পূর্ব শত্র“তার জের ধরে পুকুরে হাসুয়া, বল্লম, লাঠিসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ানাধিকার প্রবেশ করে বেআইনী ভাবে কীটনাশক বিষ প্রয়োগ করে ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যেও বিভিন্ন জাতের ৪০/৪৫ মন মাছ মেরে ফেলে। এ ঘটনায় থানায় ২৩ অক্টোবর মামলা হয়েছে যার নং-৭, ধারা ১৪৩,৪৪৭,৩২৮,৪২৭,৫০৬ । এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মহসীন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১০-১৫