বারঘরিয়ায় দ্বৈত গোল্ডকাপ ক্যারাম প্রতিযোগিতা ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন বারঘরিয়া ইউনিয়নে দৃষ্টিনন্দন পার্কে ঈদ-উল-আযহা ও দূর্গোৎসব দ্বৈত গোল্ডকাপ ক্যারাম প্রতিযোগিতা-২০১৫ এর বুধবার রাতের ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় রনি-জনি জুটি ৫১-২০ পয়েন্টে বিএল-বাদল জুটিকে, ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় জসিম-সুশান্ত জুটি ৪৯-৪৭ পয়েন্টে দাসু-কালু  জুটিকে পরাজিত করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০১-১০-১৫