কদমতলার মোড় এলাকায় র্যাবের হাতে হেরোইনসহ ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেতুপাড়া কদমতলার মোড় এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার কলাবাগান এলাকার মৃত শফিকুল ইসলামের দুই ছেলে হাসান আলী (২০) ও নাঈম (২২), মাষ্টারপাড়ার আব্দুল গণি’র ছেলে শামসুজ্জামান বাবু (৩০) এবং আমনুরা কলেজপাড়া এলাকার নাজমুল হকের ছেলে রবিউল আওয়াল (২৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত পৌনে বারটার দিকে সদর উপজেলার সেতুপাড়া কদমতলার মোড় এরাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন, ৪৮ পিস ইয়াবা ও ৬ টি মোবাইল ফোনসহ ৪ জনকে হাতেনাতে আটক করে। র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১০-১৫
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত পৌনে বারটার দিকে সদর উপজেলার সেতুপাড়া কদমতলার মোড় এরাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন, ৪৮ পিস ইয়াবা ও ৬ টি মোবাইল ফোনসহ ৪ জনকে হাতেনাতে আটক করে। র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১০-১৫