ভোলাহাটে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক ‘জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (ইএন্ডসি) এমএ সাইদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা কলেজ অধ্যক্ষ আখতারুল ইসলাম, ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ আলী, নেকজান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোস্তারী বেগম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি খুরশিদা বানু। বক্তৃতা প্রতিযোগিতায় উপজেলার মোট ১৯ প্রতিযোগী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৩জন প্রতিযোগিদের পুরষ্কার প্রদাণ করেন, অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৮-১০-১৫

,