মাটিলাপাড়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাটিলাপাড়া হাফিজিয়া, কেরাতিয়া, নুরানী মাদ্রাসার নবনির্মিত এরফান ভবনের উদ্বোধন করা হয়েছে।
মাটিলাপাড়া মাদ্রাসা প্রাঙ্গনে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এই ভবনের উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এরফান আলী। অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর সভার সাবেক কমিশনার আব্দুল ক্দ্দুুস, পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘের সভাপতি আলহাজ্ব একরামুল হক, মাটিলাপাড়ার বিশিষ্ট সমাজ সেবক আবুল কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরার উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি নির্মাণে সিংহভাগ অর্থ সহায়তা দিয়েছে ব্যবসায়ী এরফান আলী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৫