নাচোলে ভিজিডি প্রশিক্ষকের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনাবগঞ্জ নাচোলে ভিজিডি প্রশিক্ষকের প্রশিক্ষন (রিফেসার্স) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সরকার অসিম কুমার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন আখতার। ভিডির প্রশিক্ষকের প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বিডিএফ এর নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, গণমাধ্যম কর্মীসহ বিডিএফ’র মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নাচোলে আনসার ভিডিপির গ্রামভিত্তিক ১০দিনব্যাপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার শিংরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট আশরাফুল হক উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা এনামুল হক, নাচোল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল, প্রশিক্ষক সাইদা খাতুন, ইউনিয়ন দলপতি আজিজুল হক, দলনেত্রী নারগিস বেগম উপস্থিত ছিলেন।
১০দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষনে শিংরইল গ্রামের ৬৪জন নারী ও পুরুষ অংশ গ্রহন করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৫

,