মার্শাল আট চ্যাম্পিয়ন রোকিয়া পেলেন আর্থিক সহায়তা

চতুর্থ শেখ ফজলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আট প্রতিযোগিতা  চ্যাম্পিয়ন অধিকারী শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুর গ্রামের হতদরিদ্র মোন্তাজ আলীর মেয়ে কানসাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রোকিয়াকে আর্থিক সহায়তা প্রদান করেছে সংসদ সদস্য গোলাম রাব্বানী।
মঙ্গলবার রাতে এমপি’র পুখুরিয়াস্থ অফিস কক্ষে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামী দশ দিনের মধ্যে তার লেখাপড়ার সুবিধার্থে বাড়িতে একটি সোলার প্যানেল স্থাপনের আশ্বাস প্রদান। এসময় উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম, এমপির ছেলে আহমেদ ইমতিয়াজ শিশির, বিশেষ সহকারি শহীদ কায়সার, চ্যাম্পিয়ন অধিকারী রোকিয়ার বাবা মোন্তাজ আলী প্রমূখ। উল্লেখ্য রোকিয়া মার্শাল আট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারাদেশে প্রথম স্থান অর্জন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-১০-১৫

,