সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ
চাঁপাইনবাবগগঞ্জ সরকারি কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার কলেজ চত্বরে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সিরাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি’র ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী, কলেজ ছাত্র মুসফিকুর রহমান ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ইব্রাহীম, দাউদ হোসেন, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী এনামুল হক তুফান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে, নবীন বরণ অনুষ্ঠানের আগে সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫
এদিকে, নবীন বরণ অনুষ্ঠানের আগে সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৫