ভোলাহাটে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রশাসন  আয়োজিত দিনব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সভাপতিতে ¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রশিক্ষক শহীদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আলাউদ্দিন আলী ও এ কাশেম অনু, মোহবুল্লাহ মহাবিদ্যালয় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান, শাহনাজ আক্তার।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, পল্লীগীতি, লোকগীতি, কবিতা পাঠ, একক নাটিকা অনুষ্ঠানে স্থান পায়। অনুষ্ঠান শেষ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদাণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৯-১০-১৫

,