শিবগঞ্জের খাসেরহাট এলাকা থেকে অস্ত্রসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসেরহাট এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসেরহাট খাগড়াটোলা গ্রামের রুহুল আমিনের ছেলে বাবুল (৪০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি অলক বিশ্বাস এর নেতৃত্বে শনিবার দুপুরে শিবগঞ্জে রসুনচক বিনোদপুর খাসেরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ  হাতেনাতে বাবুলকে আটক করে। র‌্যাব আরো জানায়, বাবুল দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-১০-১৫

,