চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন

চাকুরি জাতীয়করণ ও প্রস্তাবিত ট্রাস্ট আইনের ২২ (ঘ) ধারা বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সিএইচসিপি এ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় শতাধিক সিএইচসিপি অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিএইচসিপি এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজ রাইহান, আকবর আলী, আজম আলী প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরি জাতীয়করণ ও প্রস্তাবিত ট্রাস্ট আইনের ২২ (ঘ) ধারা বাতিলের জোর দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১০-১৫